১। আমাদের ওয়েবসাইটে প্রবেশ করে গাড়ির চেসিস নাম্বার সার্চ করুন।
Link ::https://carmodsbd.com/auction-sheet-verification
২। আপনার সামনে বক্স আসবে এবং গাড়ির তথ্য সঠিক হলে নিচের গ্রিন বক্সে ক্লিক করুন.
৩. কাস্টমার ইনফরমেশন ফর্মটি সঠিক ভাবে পূরন করে, পার্চেস বাটনে ক্লিক করুন।
৪. পেমেন্ট অপশন Card (আপনি যেকোনো ব্যাংক কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে) Mobile Banking ( পাশে মোবাইল ব্যাংকিং অপশন থেকে বিকাস,রকেট,নগদ, ইত্যাদি অপশন বেছে নিন) Net Banking (অনলাইন যেকোন ব্যাংকিং সেবা/আ্যাপসের মাধ্যমে পেমেন্ট করতে বেছে নিন)
৫. পেমেন্ট সম্পূর্ণ হলে ৫-১০সেকেন্ডের মধ্যে আপনার ডিভাইসের স্ক্রিনে অকশন শীট(Auction Sheet), ট্রু রিপোর্ট (True Report) ও গাড়ির ছবি (Car Picture) প্রতিয়মান হবে এবং অটোমেটিক ই-মেইলের মাধ্যমে আপনাকে পাঠানো হবে.
*** YouTube Video Tutorial -
Video : : https://www.youtube.com/watch?v=ZqFol8Yv0v4&t=16s
Video : : https://www.youtube.com/watch?v=J4X8KjpR5sM&t=253s
রিকন্ডিশন গাড়ি কেনার পূর্বে অকশন শীট কেন চেক করবেন?
- প্রকৃত অকশন গ্রেড,মাইলেজ ও গাড়ির কন্ডিশন জানা।
- নকল অকশন শীট থেকে সুরক্ষা।
- মেরামত ও দুর্ঘটনাকবলিত গাড়ি থেকে সুরক্ষা।
- প্রকৃত রং ও মিটার টেম্পারিং গাড়ি থেকে সুরক্ষা।
গাড়ি একটি পরিবারের স্বপ্ন । ১টি অকশন শীট বাঁচিয়ে দিতে পারে আপনার জীবনের সঞ্চয়! বাংলাদেশে CAR MODS BD ই প্রথম সরাসরি জাপান হতে নিলামকৃত সকল গাড়ির অকশন শীট সরবরাহ করে আসছে । আপনারা আমাদের সিস্টেমের সাহায্যে আপনাদের কাঙ্ক্ষিত গাড়ির চেসিস নাম্বার দিয়ে সার্চ করে, বিকাশ/রকেট/দেশীয় যে কোন ব্যাংক/কার্ডের মাধ্যমে ৮০০ টাকা পেমেন্ট করে ২০ বছরেরও অধিক সময়ের গাড়ির অকশন শীট চেক করতে পারবেন।